Blog
Custom Order দিচ্ছেন? জেনে নিন এই ৫টি দরকারি টিপস
Krishnokoli Handicrafts-এ প্রতিদিন অনেকেই বলেন –
“আমি চাই আমার ডিজাইন, আমার মতো করে বানানো শাড়ি।”
আর আমরা খুবই আনন্দের সাথে সেটা করে থাকি।
তবে একটা Custom Order সঠিকভাবে দিতে হলে কিছু Important বিষয় আগে থেকে জানা থাকলে আপনার অভিজ্ঞতা হবে আরও স্মুথ।
এই ব্লগে থাকছে ৫টি দরকারি টিপস – যাতে আপনার কাস্টম অর্ডার হয় নিখুঁত, সময়মতো এবং আনন্দদায়ক।
✅ ১. আইডিয়া পরিষ্কার রাখুন
আপনি কী চান সেটা যদি স্পষ্টভাবে বলেন, তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়।
🟢 উদাহরণস্বরূপ:
- “আমার একটা গাঢ় সবুজ শাড়িতে সূর্য-মুখী ফুল আঁকা চাই”
- “আমি আমার মায়ের নামে একটা কাস্টম ক্যানভাস দিতে চাই”
📷 Reference ছবিও দিন – পিন্টারেস্ট/ইনস্টাগ্রাম থেকে।
✅ ২. Fabric ও Size পছন্দ জানিয়ে দিন
আমরা সাধারণত cotton, muslin বা silk blend fabric এ কাজ করি।
🧶 যদি আপনি বলেন, “আমি হালকা cotton চাই” – তাহলে সেটা অনুযায়ী fabric বেছে নেওয়া হয়।
শাড়ির দৈর্ঘ্য বা পাঞ্জাবির সাইজ – আগে থেকেই জানালে Time save হয়।
✅ ৩. সময় নিয়ে অর্ডার করুন
Hand-painted বা Custom block print কাজ সময়সাপেক্ষ।
🕒 আদর্শভাবে অর্ডার দিন কমপক্ষে ১০–১৫ দিন আগে।
আর যদি সেটা হয় wedding gift বা festival wear – তাহলে ২০ দিন আগে confirm করাই ভালো।
✅ ৪. অগ্রিম পেমেন্ট ও যোগাযোগ রাখুন
Custom order এ আমরা production শুরু করি অগ্রিম পেমেন্ট পাওয়ার পর।
এতে আমাদের resource waste হয় না, আর আপনি guaranteed delivery পান।
📩 অর্ডার চলাকালে আমরা WhatsApp বা Messenger এ update দিই, সেটা follow করুন।
✅ ৫. বিশ্বাস রাখুন, কারণ আমরা শুধু পণ্য নয় – অনুভব তৈরি করি
কাস্টম অর্ডার মানেই আমাদের কাছে একজন মানুষের স্বপ্ন।
তাই আমরা সেটা নিখুঁত করতে চাই। কখনো কখনো একটু সময় লাগে, কিন্তু আপনি যে outcome পাবেন – সেটা হবে এক কথায় WOW।
🧵 Bonus Tip:
আপনি চাইলে আপনার শাড়ির বা ক্যানভাসের পেছনে একটা নাম, quote, বা hidden message লিখে দিতে পারি – একদম personalized touch!
🔘 কাস্টম অর্ডার করতে চান?
📥 [Custom Order Form]
📱 WhatsApp: +8801XXXXXXXXX
📧 Email: krishnokoli.handicrafts@gmail.com
#CustomShari #KrishnokoliTips #OrderWithConfidence #BangladeshiCrafts #PersonalizedWithLove




